আমি ইন্ডিয়ান একজন (হিন্দু) ক্লাইন্টের কাজ করি। তাকে আমি $940 অর্থের বিনিময়ে Y নামের একটি সাইটের প্রায় ৬/৭ পেইজ ডিজাইন করে দেই। কিন্তু সব পেইজের (৬/৭) কাজ শেষ হওয়ার পর সে বলতেছে কাজের কোয়ালিটি নাকি ভালো না, তাই সে আমাকে $250 দিতে চায়, সে $940 দিতে পারবে নাহ। তো আমি তাকে বললাম, কাজের কোয়ালিটি ভাল না, এটা সব পেইজের কাজ শেষ হওয়ার পর বা সব কাজ শেষ হওয়ার পর কেনো বলতেছে, যখন ১ম পেইজের কাজ শেষ হয় তখন কেনো কাজের কোয়ালিটি দেখে আমাকে থামতে বলে নাই। সে এটার সৎ কোনো উত্তর দিতে পারে নাই, খালি বলে $250 দিবে। তাছাড়া সে হঠাত করেই কাজ টি কেনসেল করে দিয়ে, ডিজাইনের ফাইল থেকে আমাকে এক প্রকার ব্লক করে দেয় বা Edit Access Block করে দেয়, Just View Mode এ রাখে আমাকে। মোট কথা ফাইলের এক্সেস থেকে সরিয়ে রাখে আমাকে। যে ফ্রিলেন্সিং সেকটরে খারাপ বিষয় এটা বা এমন বিহেভ। কারন ডিজাইন আমার, আমাকেই ফাইল থেকে বাদ দেয়া, বিষয়টা কিরকম।
তো আমি দাবি করি আমাকে 50% পেমেন্ট করতে হবে। পরে সে রাজিও হয়, কিন্তু আমার কেন জানি তার প্রতি দয়া হয়, তো আমি তাকে বলে ফেলি স্পষ্ট করেই যে, "আচ্ছা ঠিক আছে ফাইলের সব কিছু ইউজ করার পার্মিশন আমি দিলাম, টাকা লাগবে নাহ"
পরে আমি রিয়ালাইজ করি এটা কি আমি বোকামী করলাম কিনা। পরে এক জায়গায় জানলাম যে, কাউকে কিছু দান করে দিলে সেটা আর চাওয়া যায় না, এখন এটা কি দান এর পর্যায়ে পরে নাকি আমি আমার ন্যায্য মূল্য আবার চাইতে পারবো এখন?? কারন আমি তো কষ্ট করে কাজ করে দিয়েছি, সেটার মূল্য চাওয়া তো যুক্তিক ই। এখন দানের যেই বিষয়টা এটা কি মুসলিম আর মুসলিমদের মধ্যেই নাকি সব মানুষের মধ্যেই?
মোট কথা, আমি এখন কি করবো, টাকা চাইবো নাকি এই বিষয় যা হয়ে গেছে তা বাদ দেবো?