আসসালামু আলাইকুম। আমি কথা প্রসঙ্গে একজনের কথা অনেকটা এভাবে বলি, "ও কি সেটা আমি জানি/ওর অনেক বড় কাহিনি আমি জানি। ওকে নিয়ে গর্ব করার কিছু নাই"। অর্থাৎ একজনের ব্যাপারে খুব গর্ব করা হয়, যার একটা খারাপ দিক আমি জানি। সেটা ইংগিত করে আমি কথাটা বলি।কিন্তু ঘটনাটা প্রকাশ করিনি।এটা কি গীবত হবে?