আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
১) শাইখ, আমি ভারত থেকে। আমি একটা কোর্স করেছিলাম। আমি ত্রিপুরা রাজ্যের৷ কোর্সটা করেছি ভারতেরই অন্য একটা রাজ্যে। কোর্সের জন্য ত্রিপুরা সরকার একটা বড় অঙ্কের টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়ার ঘোষনা দেয়, নির্দিস্ট নাম্বারের ভিত্তিতে। আমার যথেষ্ট নাম্বাার ছিলো। তাই আমি পেয়েছিলাম। দুই কিস্তিতে ১ লক্ষ ৮০ হাজার টাকা।। কিন্তুু একটা সমস্যা আছে। তা হলো ১) সরকারি শর্ত অনুযায়ী পরিবারের ২,৫০,০০০ টাকা বাৎসরিক ইনকাম থাকলে এই অনুদান পাবেনা। আমার পরিবারের ইনকাম অনেক কম ছিলো। তাই এইদিক থেকে আমি ঠিক ছিলাম। এর জন্য প্রমান হিসেবে ইনকাম সার্টিফিকেট দেখাতে হয়। ঐখানে আমার ভয়ে অনেক কম টাকা লিখতাম। যদি তারা স্টাইপেন্ড না দেয় এই ভয়ে। যেমন পরিবারের ইনকাম ১৫০০০ মাসিক, আমরা লিখতাম সাতহাজার। এটা মিথ্যা লিখে দিতাম। ভয়ে। ২) কলেজে আমরা রেগুলার থাকতাম না। শুধু পরীক্ষা দিতে যেতাম। কিন্তুু স্টাইপেন্ডের জন্য কলেজ থেকে certificate লাগতো। যেমন কত দিন কলেজে উপস্তিত থাকে। কলেজও লিখে দিতো ৮৪% বা ৮৪ দিন। যা মিথ্যা। ৩) Graduation এর মার্কের উপর ভিত্তি করে স্টাইপেন্ডটা পেতাম। কিন্তুু করোনা থাকাকালিন আমারা দুটো অনলাইন পরীক্কা দিয়েছি। যার উত্তর দেখে দেখে দিয়েছি মানে নকল করে, বা অন্য কারোর থেকে সাহায্য নিয়ে। যা প্রতারণা ও ধোকা। কিন্তুু এই কোর্স এর জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো। কলেজ ফি ৮৬০০০, তারপর যখন কলেজে যেতাম নিজের থাকা, খাওয়া খরচা আরো অনেক টাকা লাগতো৷ যা এই স্টাইপেন্ডের কারনে সুবিধা হয়েছিলো। হুজুর এতো প্রতারণার মাঝে হালালের কোনো পথ দেখিনা। হুজুর এই টাকাটা কি সরকারকে ফেরত দিতে হবে৷ আমার কোনো পথই নাই হুজুর৷ কি করবো? আমার মা বাাবার ও এতো টাকা নাই। তাদের কে বললেও পাত্তা দেবে না। কোনো আমল আছে হুজুর, যদি আল্লাহ সাহায্য করে।
২) হুজুর যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য, আমার মতো পাপীরা যদি আল্লাহর কাছে ঐ পাপ গুলো থেকে মুক্তহওয়ার জন্য পথ চায় আল্লাহ কী পাপীদের সাহায্য করবেন যাতে তার প্রিয় হতে পারে? (যেমন মানুষের হকযুক্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য)