(১) গণিত পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নগুলোতে মানে একটা প্রশ্ন কয়েকটা অপশন থাকে এমন কিছু প্রশ্ন আসে যেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর আমার জানা নেই আমি কি অনুমানের ভিত্তিতে উত্তর দিতে পারবো? আমার স্যারও বলে আমাকে না পারলেও দাগায় আসতে। কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর একদম নিশ্চিত হয়ে আমি দিতে পারিনা অনুমানের ভিত্তিতে দেয়া যাবে?
(২) Igloo কোম্পানীর প্রোডাক্টের গায়ে আব্দুল মোনেম লেখা থাকে আবার ইসলামিক ফাউন্ডেশন এর হালাল সার্টিফিকেশন ব্যাচ অনেক পণ্যের গায়ে থাকে যেখানে হালাল ইসলামিক ফাউন্ডেশন লেখা থাকে। এখন বাসায় দেখা যায় ময়লার ব্যাগে সেই প্রোডাক্ট গুলোর খালি প্যাকেটও ময়লা হিসেবে রেখে দেওয়া হয়।
পাকঘরের বারান্দায় বেসিন আছে সেখানে ওযু করি সেই বেসিনকে ঘিরে ধরেছে ৪ টি কোনা মানে চতুর্ভুজ কোনা মাঝখানে বেসিন। এখন পাশেই ময়লার ব্যাগ সেই প্যাকেট গুলো সহ থাকে লাগানো অবস্থায় এতে আমি যে পা ধুচ্ছি কুলি করছি পানি না লাগলেও সেইগুলো অসম্মান করা হবে? গুনাহ হবে?