আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
১। শায়খ, বর্তমান পরিস্থিতিতে আমাদের যাকাতের হকদার বেশি কারা? আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী নাকি গাঁজা' এর মুসলিম উম্মাহ?
যেহেতু আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ তো না খেয়ে দিন পার করছে না। অন্যদিকে গাঁজা' বাসী না খেয়ে আছেন।
جَزَاكُمُ اللّٰهُ خَيْرًا