আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
মুফতি ওলি উল্লাহ উস্তাযের নিকট উত্তর প্রত্যাশা করছিলাম ইং শা আল্লহ,
উস্তায গত প্রশ্নে https://ifatwa.info/116316/ ২নং প্রশ্নের উত্তরে বলেছিলেন
❝শুধুমাত্র কলে/মেসেজে সম্মতি জানানোর মাধ্যমে পাত্র কবুল বলতে পারবেনা। এক্ষেত্রে আপনি পাত্রকে আপনার উকিল বানাতে পারেন। পাত্রকে মেসেজে/কলে বলবেন যে আপনি আমাকে আপনার সাথে বিবাহ দিয়ে দিন। এরপর পাত্র ওই দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনাকে বিবাহ করে নিবে।❞
এখন আমার প্রশ্ন হচ্ছে,
▪️উস্তায আমি স্বামীকে কলে/মেসেজে বলবো যে আমাকে আপনার সাথে বিবাহ দিয়ে দিন। এরপর স্বামী সাক্ষীদের সামনে মূলকথা কি বলে বিয়ে পড়াবে তা একটু আপনি বিস্তারিত জানালে মুনাসিব হতো । (উনি অনেকগুলো বিয়ে পড়িয়েছেন, কিন্তু আমাদের তো গোপনে বিয়ে নবায়ন করতে হচ্ছে তাই কি বলে বিয়ে পড়াবে এইজন্য বিচলিত বোধ করছেন ।)
আপনি একটু বিস্তারিত নিজের ভাষায় বলে দিলে উপকৃত হতাম উস্তায ।