আসসালামু আলাইকুম। আমার স্ত্রীর ডেলিভারি হয় ফেব্রুয়ারি 23 তারিখে রাত সাড়ে দশটার সময়। ডাক্তার বলেছে ওইদিন বিকাল থেকে নাকি হালকা ব্লাড আসা শুরু হয়েছে। সে বিকাল পর্যন্ত নামাজ পরে ছেড়ে দিয়েছে। কিন্তু এক জায়গায় দেখলাম বাচ্চা অর্ধেক বের হওয়ার পর্যন্ত নামাজ পড়তে হবে। তার কি বিকাল থেকে নামাজ ছেড়ে দেওয়া ঠিক হয়নি?
আরেকটা বিষয় তাহলে পবিত্র হবে কবে ২৩ তারিখ থেকে হিসাব করলে আজকে নাকি কালকে ভালো হবে? আর কালকে হলেও সময় টা কখন হবে ভালো হওয়ার, নামাজ কখন থেকে শুরু করবে?