আসসালামু আলাইকুম। আমি ইন শা আল্লাহ হজ্জ করতে যাবো সামনে।আমার নভেম্বর ২০২৪ সন্তান প্রসব হওয়ায় মাঝে মাঝে সাদাস্রাব বের হওয়ার সমস্যা আছে।ওযু ভেংগে যাবে কি এইক্ষেত্রে? আর এই ক্ষেত্রে কাবাঘর উমরাড় জন্যে ৭বার তাওয়াফের নিয়ম কি?যেহেতু,প্রায় ই এমন হয় যে,ওযু করে বেশিক্ষন থাকতে পারিনা সাদাস্রাবের সমস্যা এসে যায় তাহলে তাওয়াফের সময় এই সমস্য বারবার হলে কি করবো?