আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রশ্নটি একটু বড় হবে, দয়া করে ধৈর্য সহকারে পড়ে একটি সমাধান দিন। ২০২০ সালে আমি নিজের পছন্দে বিয়ে করি। প্রথমে আমার মা-বাবা এ বিষয়ে কিছু জানতেন না। বিয়ের পর আমরা আলাদা থাকতাম—আমি আমার বাড়িতে, আর সে তার বাড়িতে। কয়েকদিন পরই আমার স্বামী একটি বাইক দুর্ঘটনার শিকার হয়, যার ফলে সে মাথায় গুরুতর আঘাত পায়। কিছু স্মৃতি হারিয়ে ফেলে এবং তার চেহারায় পরিবর্তন আসে। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় তার মেজাজে—সে খুব রাগী হয়ে যায় এবং ছোটখাটো বিষয়েও উত্তেজিত হয়ে পড়ত। এসব কারণে সে আমাকে শাস্তি দিতে শুরু করে। পরবর্তীতে আমার মা-বাবা বিয়ের ব্যাপারে জানতে পারেন এবং আমাকে দেড় বছর ঘরবন্দি করে রাখেন। এরপর আমি তাদের অগোচরে আমার স্বামীর সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু কিছুদিনের মধ্যেই মা-বাবা বিষয়টি জেনে যান। তবুও আমরা একসাথে থাকতাম না—আমি এক বাসায় থাকতাম, আর সে মেসে থাকত। আমার পরিবার থেকে চাপ আসতে থাকে, এবং তার পরিবারও আমাদের মেনে নেয়নি। এরপর থেকেই আমার স্বামীর আচরণ আরও খারাপ হতে থাকে। সে হঠাৎ খুব রাগী এবং বেপরোয়া হয়ে যায়। ছোটখাটো বিষয়েও আমাকে মারধর করত এবং তালাক বলত। আমি তাকে ভয় পেতে শুরু করি। কিন্তু পরে আবার ক্ষমা চাইত এবং আমাকে বুঝিয়ে রাখত। একদিন আত্মীয়দের সামনেই সে আমাকে তালাক দেয়। তখন আত্মীয়রা আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। ঢাকা থাকতেই আমার শাশুড়িকে আমরা মা ফোনে বলেন যে উনি মরে গেলেও এই বিয়ে মেনে নিবেন না। তাবিজ করে হলেও এই বিয়ে তিনি ভাঙ্গবেন। পরবর্তীতে আমি আমার বাড়িতে কিছু তাবিজ খুঁজে পাই, যার ওপর আমার নাম লেখা ছিল। মাকে জিজ্ঞেশ করলে তিনি কুরান ছুঁয়ে বলেন যে তিনি এই তাবিজ করেন নি। আমার মা একজন মহিলার কাছে তা নিয়ে যান, এবং সে জানায় যে, আমাকে ‘পাগল’ করার জন্য তাবিজ করা হয়েছে ভারতীয় তান্ত্রিক দিয়ে।। তবে সেই মহিলা আমার মা বা আমাকে কোনো রুকিয়া করানোর পরামর্শ দেননি। ঢাকায় থাকাকালীন আমি প্রায়ই প্রচণ্ড মাথাব্যথা, জ্বর এবং শরীর ব্যথা অনুভব করতাম, এমনকি কাজ না করলেও শারীরিক দুর্বলতা থাকত। আমি স্বপ্নেও দেখেছিলাম যে, আমাকে তাবিজ করা হচ্ছে। অন্যদিকে, আমার স্বামীও রাতে ঘুমালে দমবন্ধ হয়ে যাওয়ার অনুভূতি পেত এবং স্বপ্নে দেখত যে, কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে। তার পড়াশোনা এবং শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে এখনো নিয়ন্ত্রণহীন রাগের শিকার এবং আমাকে অহেতুক সন্দেহ করে। এসব নিয়ে প্রচুর ঝগড়া হয়, এবং সে আমাকে তালাক দেয়, তারপর আবার ক্ষমা চায়। এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি—এই সম্পর্ক আর রাখব না। কিন্তু সে আমাকে ছাড়তে রাজি নয়। আমি এখন আপনার কাছে সমাধান চাই। আমার দেওয়া তালাকগুলো কার্যকর হয়েছে কি না, আমি জানি না। সন্দেহ দূর হচ্ছে না, যদিও সে বারবার ফতোয়া বের করে দেখাচ্ছে যে, তালাক হয়নি।আমি তার সঙ্গে থাকি না, বছরে হয়তো একবার দেখা হয়।এখন আমার কী করা উচিত? তাবিজ ও জিনের প্রভাবে কি তালাকের হুকুম পরিবর্তন হতে পারে?

1 Answer

0 votes
ago by (634,080 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি জ্বীন বা যাদুর কারণে স্বামী এমন মোহগ্রস্ত হয় যে, তার কোন হিতাহিত জ্ঞানই থাকে না, তাহলে এমন  অবস্থায় তালাক দিলে, তা পতিত হবে না। হ্যা, হিতাহিত জ্ঞান থাকা অবস্থায় দিলে, সেই তালাক পতিত হবে।

عن قتادة رضى الله عنه قال: الجنون جنونان، فإن كان لا يفيق لم يجز له طلاق، وإن كان يفيق فطلق فى حال إفاقته لزمه ذلك (المصنف لابن أبى شيبة-9/549، رقم-18229)

 كان لا يفيق لم يجز له طلاق، وإن كان يفيق فطلق فى حال إفاقته لزمه ذلك (المصنف لابن أبى شيبة-9/549، رقم-18229)

عن سعيد بن المسيب قال: طلاق المعتوه المغلوب على عقله ليس بشئ، طلاقه إلى وليه (المصنف لابن أبى شيبة-9/550، رقم-18232)

كل الطلاق جائز إلا طلاق المعتوه (صحيح البخارى-2/794)

ولا يقع طلاق المولى على امرأة عبده، والمجنون، والصبى والمعتوه، وهو اختلال فى العقل والمبرسم الخ (تنوير الأبصار مع الدر، كتاب الطلاق، زكريا-4/449-451، كرتاشى-3/242)

الجنون اختلال القوة المميزة بين الأمور الحسنة والقبيحة المدركة للعواقب بأن لا تظهر آثارها وتتعطل أفعالها…. وإما لخروج مزاج الدماغ عن الاعتدال بسبب خلط أو آفة، وإما لاستيلاء الشيطان عليه وإلقاء الخيالات الفاسدة إليه (رد المحتار، زكريا-4/450، كرتاشى-3/243)

عن الشعبى قال: لا يجوز طلاق المجنون إذا طلق فى جنونه، وإذا عقل فطلاقه جائز (سنن سعيد بن منصور-1/273، رقم-1120)

عن الزهرى قال: لا يجوز طلاق المجنون إذا أخذبه، فإذا صح فهو جائز (مصنف لابن ابى شيبة-9/546-547، رقم-18212)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনার স্বামী কিন্তু নিজ ইচ্ছায় স্বজ্ঞনে তালাক দিচ্ছে বলেই মনে হচ্ছে, কাজেই এই তালাক পতিত না হওয়ার কোনো কারণ নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...