আসসালামু আলাইকুম
ওস্তাদ, আমরা জানি ফ্রিল্যান্সিং মৌলিকভাবে হালাল। মানে যে কাজটা আমি করতেছি, কাজে যদি কোন হারাম কোন কিছু না থাকে তাহলে কাজটা হালাল। উদাহরণঃ দেখাগেলো কোনো বায়ার আমাকে একটা ওয়েবসাইট বানাইতে দিল। এখন ওয়েবসাইটে সে ভালো কিছু বিক্রি করবে, তাহলে এই টাকাটা আমার জন্য হালাল। আবার অন্য কোন বায়ার আমাকে একটা ওয়েবসাইট বানানোর জন্য অর্ডার দিল, যেখানে সে মদ বিক্রি করবে! তাহলে টাকাটা হারাম।
ওস্তাদ এখন প্রশ্ন হচ্ছে, যদি কোন বায়ার আমাকে ওয়েবসাইট বানাইতে দেয়, আর যদি এটা স্পষ্ট না করে যে এই ওয়েবসাইটে সে কি বিক্রি করবে! মানে পরবর্তীতে কি বিক্রি করবে আমার জানা নেই। অনেকটা কামারের মত! মানে কামার ব্যক্তিকে ছুরি বানিয়ে দিচ্ছে, এখন ওই ছুরি দিয়ে ব্যক্তি খারাপ কাজ করতে পারে আবার ভালো কাজও করতে পারে। কিন্তু স্পেসিফিক কি করবে কামার নিজেও জানে না। তো এক্ষেত্রেও জাস্ট শুধু ওয়েবসাইট বানানোর অর্ডার দিল।
এই ওয়েবসাইট বানানোর টাকা কি আমার জন্য হালাল হবে? বা এই কাজটা কি আমি করতে পারব?