আসসালামুআলাইকুম
(প্রশ্ন ১)আমি একজনের কাছে কিছু টাকা পাই,পরবর্তীত সে টাকাগুলো আমাকে দিতে চাইলে আমি লজ্জা পেয়ে বলেছিলাম দেওয়া লাগবে না।কিন্ত 'দেওয়া লাগবেনা' কথাটি আমি মন থেকে বলিনি,অর্থাৎ আমার মনে মনে ঠিকই টাকাগুলোর দাবী ছিল ।এখন কি আমি আবার সেই টাকা তার থেকে চেয়ে নিতে পারব?
(প্রশ্ন 2)অতীতে যদি আমি কখনো কারো কাছে ঋণী হয়ে থাকি,কিন্ত আমি বিষয়টি ভুলে যাওয়ার কারনে অথবা না জানার কারনে ঋণ পরিশোধ যদি না করে থাকি ,তাহলে যাদের কাছে আমি আমার অজান্তে ঋণগ্রস্ত ছিলাম,তারা কি কিয়ামতের ময়দানে আমার থেকে তাদের পাওনা দাবী করবে?
দয়া করে জানাবেন