ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
ধুমপান মাকরুহে তাহরিমি।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে হারামের কাছাকাছি হুকুম মাকরুহে তাহরীমি কে সাব্যস্ত করেছেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1899
(২)
অবশ্যই এ নিয়ে মতবেদ রয়েছে যে,নেশাকর জিনিষের ক্রয়-বিক্রয় কি বৈধ না অবৈধ?
পক্ষ্যে বিপক্ষে উভয় রকম মতামত পাওয়া যায়।
হ্যা, বিক্রয় না করা উত্তম,সে ব্যাপারে কোনো মতবিরোধ নাই।
(৩) অতীতের অনেক বৎসরের যাকাত অবশিষ্ট থাকলে সেগুলোর যাকাত অনুমান করে দিতে হবে।