১.সিগারেট খাওয়া কি মাকরু না হারাম।
২.কেউ যদি দীর্ঘদিন তামাক আবাদ করে ঐ ব্যবসার টাকা হালাল না হারাম। সে যদি তওবা করে তাহলে তার এতদিনের ইনকাম হারাম ছিলো তার কি হবে।তার কাফফারা কি হবে।
৩.কেউ যদি দীর্ঘদিন যাকাত না দেয় তাহলে তার কি হবে। তারপর সে যদি বুঝতে পারে যাকাত দেই নাই এতদিন ভূল হইছে তাহলে সে কি করবে এতদিন যাকাত দিলো না তার কাফফারা কি হবে।