আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তাদ।
গত এক মাস আগে আমার ভাবী আর আমার খালাতো বোন ফোন কলে ঝগড়া করছিল। ওই মুহূর্তে আমার খালা আর আমি পাশে বসে ছিলাম। তখন আমার খালা "এসব মানুষকে জুতা দিয়ে পিটানো দরকার" একটা কথা বলেছে। আর আমিও বলেছিলাম যে "আসলেই ঠিক বলেছেন"। কথাটা ভাবীকে বলেছিল কিনা আমার শিউর মনে পড়ছে না। এই কথা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়, পুরো এক মাস যোগাযোগ বন্ধ ছিল। এখন এই কথা আমার খালা, আমার ভাবীকে বলেছিল কিনা আমার বর্তমানে মনেও নেই (হয়তো বলেছিল) কিন্তু আজকে আমার ভাই আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছি যে আমি ভাবীকে জুতা দিয়ে পিটানোর কথা বলি নাই আর পড়ে সে আমাকে দিয়ে কুরআন শরীফ হাতে নিয়ে এটা বলিয়েছে যে আমি এই কথা বলিনি। আমি অনেক কনফিডেন্স এর সহিত কুরআন শরীফ হাতে নিয়ে, উপরে হাত রেখে বলেছি আমি উনারে এই কথা বলিনি (আল্লাহ্ আমাকে ক্ষমা করুন)। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি হয়তো ভুল করে ফেলেছি, কুরআন শরীফ হাতে নিয়ে আমি মিথ্যা বলেছি। আল্লাহ্ আমাকে ক্ষমা করুন। উস্তাদ আমার প্রশ্ন:
১. আমি কি কাফির হয়ে যাবো? আমি কুরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলেছি আস্তাগফিরুল্লাহ।
২. এটা কি শিরক হয়েছে? আমি কি শিরক করে ফেলেছি?
৩. আল্লাহ্ কি আমাকে ক্ষমা করবেন? আমি এমনিতেই একজন খুবই খারাপ গুনাহগার বান্দা তার মধ্যে আবার এই কাজ করেছি।
৪. আমি কিভাবে ক্ষমা চাইলে আর কিভাবে কাফফারা দিলে আশা করা যায় আল্লাহ্ আমাকে মাফ করবেন?
৫. ফতওয়া জানার পরে সেই অনুযায়ী আমল করলে, আল্লাহর নিকটে ক্ষমা চাইলেও কি আল্লাহ্ আমাকে হাশরের ময়দানে পাকড়াও করবেন?
একটু জরুরি জানাবেন উস্তাদ।