আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি একটি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। সেখানে অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়। তবে সেখানে ২০ দিনের মতো একটি ট্রেনিং করতে হয়। সিনিয়রদের মাধ্যমে জানতে পারলাম যে ছোট দাড়ি হলে শেভ করতে হবে এবং ট্রেনিং শেষে দরখাস্ত দিলে দাড়ি রাখা যায়। আমারতো দাড়ি ছোট। আমি চেষ্টা করব ট্রেনিং অবস্থায় দাড়ি রাখার। আল্লাহ মাফ করুন যদি ট্রেনিং অবস্থায় দাড়ি কাটা লাগে এবং পরে দাড়ি রাখি এক্ষেত্রে আমার করণীয় কি দয়া করে বলবেন।