আসসালামু আলাইকুম
একটু আগে আরেক একাউন্ট থেকে করেছি প্রশ্নটা করেছি।।ভালো ভাবে লিখতে পারিনি তাই আবার লিখছি।।।ক্ষমা করবেন।।
আসসালামু আলাইকুম,
ফোন কলে কথা বলার সময় স্বামী তার স্ত্রীকে বলল তালাক গ্রহন কর।।।তুমি তোমার প্রতি তালাক গ্রহন কর।।।কিন্তু স্ত্রী গ্রহন করল না।।। তারপর ২জন কিছু কথা বলে ফোন কােটে দিলো।।
ফোন কেটে দেয়ার সাথে সাথে স্ত্রী তালাক গ্রহন করল।।। রুমে তখন তার মা সামনে ছিলো।।। ফোন কল চলাকালীন ও তার মা সামনে ছিলো।।।এবং কল কাটার পরও সামনে ছিলো।।।।স্বামী কল কাটার পর মায়ের সামনে গ্রহন করেছে এতে কি তালাক হয়েছে??
২.যদি তালাক না হয় তাহলে কেন হয়নি কারন টা বলবেন দয়া করে।।