আসসালামুয়ালাইকুম,
আমি বেশ ছোটবেলা থেকেই নিকট আত্মীয়দের হিংসার স্বীকার, উদাহরণস্বরূপ কয়েক্তি ঘটনা ও ক্ষতির ব্যাপারে বলছি, জানতে যে আমার আসলে কি করা উচিত।
আমার আত্মীয়দের কেউ আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার বয়স তখন ১৭/১৮ যোহর নামাজ পরছি, আমার রুকুতে ভুল ছিল সম্ভবত কেউ একজন ওনাকে বললেন ও এভাবে রুকু দেয় কেন, উনি বললেন, কে জানে, আমাকে ভুল দেখিয়ে দেয়া দুরের কথা কথাটা খুব রুক্ষ ভাবে বললেন, এরপর একদিন বাসায় এসে আমাকে বললেন ওনার মেয়ে কে হিযাব পড়ার কথা বলতে হয়নি (অথচ উনার মেয়ে ছেলেদের সাথে আড্ডা দেয়া, ঘুরাঘুরি সব ই করে), আমি এদিকে লাজুক ছোটবেলা থেকেই, বিদেশ থেকে স্কলারশিপ পেয়ে পরতে গেলাম এটা নিয়ে উনি এবং খালু দুইজন এর ঝগড়া হত, তারপর আমি যাওয়ার পর আমার হাসবেন্ড এর ভিসা হল উনাদের সহ কয়েকজন আত্মীয়কে জানানোর পর আমার হাসবেন্ড কয়েকদিন খারাপ সপ্ন দেখল যেটা এমন যে যুদ্ধ হচ্ছে আর আমার হাসবেন্ড আমাকে নিয়ে এদিক অদিক ছুটতেছে, এরপর আমাদের দুই পরিবার এ মনমালিন্ন হয়ে তালাক এর পর্যায়ে চলে গেল, এরপর আমার হাসবেন্ড আমার খবর নেয়া বন্ধ করে দিল, আমি স্বপ্নে উলতা পাল্টা দেখতাম, বিশাল কুকুর আমার উপর লাফায় পরতেছে, এরপর বেশ অসুস্থ হয়ে গেলাম, এদিকে উনার পরিবের এ আর ঝগড়া হয়না। একদিন আমার আব্বু-আম্মু কে বললেন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে (উল্লেখ্য আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম) তবে উনার ছেলের ব্যাপারটা সম্পুরনই মিথ্যা ছিল।
এরপর আমার নিজের খরচ নিজেকে চালাতে হয়, আমার আব্বু আমার অবস্থা দেখে স্ট্রোক করে, আমি আবার বিদেশ পরতে অ্যাপ্লাই করলাম, পিএইচডি করার সুযোগ পেয়ে চলে আসলাম, যেহেতু ্নিজের সাথে আব্বু-আম্মু র ভরণপোষণ এর ব্যাপার আছে। তবে আত্মীয় কাউকে বলিনাই পিএইচডি করতে জাচ্ছি, কিন্তু যাওওার পর একদিন বললাম শুনে ওনাকে একটু কেমন লাগলো, এর ২ মাস পর আমি ভীষণ রকম অসুস্থ হয়ে যাই ৪৪ দিন জ্বর ছিল, ১৪ দিন হাস্পাতাল এ ছিলাম, এরপর উনি একদিন আমার আম্মু কে বললেন উনার বিদেশ যাওওার ইচ্ছার ব্যাপারে, কিন্তু আমি যখন সুস্থ হয়ে আবার পরতে আসব, খালা-খালু দুইজন বাসায় এসে আমাকে যেতে বারবার না করে। এখন উনারা যাওওার, উনার ছেলে মেয়েকে পাঠানোর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন।
এরকম আরও কয়েকজন আত্মীয় একই আচরণ করেন অনেকটা আমরা গরিব হয়ে বিদেশে পরতেছি, আমার খুব সুন্দর সংসার টা উলতা পাল্টা হয়ে গেল, আব্বু আম্মু অসুস্থ হয়ে গেল, একটার পর একটা বিপদ লেগেই থাকতেছে, এর মধ্যে কিছু একটা করলে/ এ্যাচিভ করলে তাদের সহ্য হয়না।
আমার কি তাদের কে ডেকে ব্যাপারগুলো আলোচনা করা উচিত?
জাযাকাল্লাহু খাইরান।