আসসালামু আলাইকুম।
ফেসবুক প্রোফাইলে যদি হিজাব পরিহিত কোনো কার্টুন পিক দেওয়া হয় আর সেটার যদি হাত, পা বা মুখ, শারীরিক এমন কোনো কিছু না বুঝা না যায়। শুধু পিছন থেকে হিজাব বুঝা যায়।এমন পিক ফেসবুক প্রোফাইলে দেওয়া কি যায়েজ হবে। আর বিড়ালের পিক ফেসবুকের প্রোফাইলে কি দেওয়া যাবে। দয়াকরে জানাবেন