গতকাল শেষ রোজা ছিল। দুপুরেই আমি হায়েজের সময় যেমন পেট ব্যথা হয় সেরকম পেট ব্যথা অনুভূত করি। যাইহোক,মাগরিবের পর আমি টিস্যু দিয়ে চেক করে একটা ছোট্ট লাল সূতার টুকরোর মতো কিছু পাই,আর খুব ই সামান্য ব্রাউনিশ কিছু দেখি।
নামায পড়ি না।
তারপর থেকে এখন ফজর পর্যন্ত, এমন কিছু দেখিনি, এক দুই ফোটা ব্রাউনিশ কিছু দেখা যাচ্ছে তাও স্পষ্ট না।
আমি কি ৩দিন পর্যন্ত ওয়েট করব?
নাকি আজ,সারাদিনেও যদি দেখি আর কিছু বের হচ্ছে না,নামায শুরু করে দিব,?
নাকি এশা/ফজরেই আমার নামায পড়া দরকার ছিল?