আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
উস্তায সতর্কতামূলক আমার বিয়ে নবায়ন করতে বলা হয়েছিলো, ৫দিন পর আয়োজন করে আমাকে স্বামীরবাড়ি নিয়ে যাওয়া হবে, চাচ্ছিলাম ওইদিনই নবায়ন করতে । তো একটু নিচের প্রশ্নগুলোর উত্তর প্রদান করলে মুনাসিব,
১) আমার স্বামী বিয়ে পড়াবেন (তিনি ইমাম), ৫০০/১০০০৳ অথবা কয়েকটা বই নতুন মোহরানা হিসেেব ধার্য করা যাবে?
২) বিভিন্ন কারনে বিয়ে নবায়ন গোপনে করতে হচ্ছে, এতে আমার ২ভাই (কাজিন), বয়স ২৪ আরেকজন ২০বছর । এই ২জন সাক্ষী হিসেবে থাকতে পারবে? (দ্বীনের ব্যাসিক জ্ঞান আছে এদের, তবে কম মানে) ।
৩) কনে যে ইজাব কবুল বা সম্মতি প্রদান করে তা আমার নিকট এসে জিজ্ঞেস করার মতো কেউ নেই (সাক্ষী ভাইয়েরা নন মাহরাম),, তাই আমি মেসেজ/কলে স্বামীকে সম্মতি প্রদান করতে পারবো? (যেহেতু স্বামী বিয়ে পড়াবেন)
একটু বিস্তারিত জানালে মুনাসিব উস্তায, ভীষণ চিন্তা লাগছে