২) একবার আমি আমার শশুর অসুস্থ থাকায় তার হাত টিপে দিয়েছিলাম। হাত ধরার সাথে সাথে বুকটা কেপে উঠে। তার হাত গরম ছিল আর আমার হাত সম্ভবত ঠান্ডা ছিল। একটু পরই মনে মনে ভাবি আমার শশুরের হাতের আঙ্গুল লম্বা লম্বা আর আমার হাজবেন্ড এর ছোট। তারপর মনে মনে ভাবি যদি হাত ধরার জন্য তার মনে কোনো খারাপ চিন্তা আসে!! তাই হাত ছেড়ে দেই। এমতাবস্থায় কি হুরমত মুসাহারাত হয়েছে?
৩) ময়মনসিংহ থেকে গাজীপুর এ বাবার বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার স্বামীর বাসাই আমার স্থায়ী নিবাস। তাহলে গাজীপুর এ আমাকে কসরের নামাজ আদায় করতে হবে। এক্ষেত্রে নিয়ত কিভাবে করবো? যাত্রা শুরুর আগেই কি নিয়ত করে বের হতে হবে? আর নিয়ত টা কিভাবে করবো মানে কি বলবো? সম্ভবত ৩/৪ দিন থাকবো সেখানে।
৪) হালকা উত্তেজনা আসলে হুরমত মুসাহারাত সাব্যস্ত হয়?
৫) হাতের স্পর্শ ভালো লাগছে কিন্তু উত্তেজনা আসেনি তাহলে হুরমত মুসাহারাত হবে?