আসসালামুআলাইকুম,
আমার স্বামী তার বাড়ীর একটি ফ্ল্যাটে 15 জন পুরুষকে ভাড়া দিয়েছেন,ভাড়া দেওয়ার সময় আমার স্বামী প্রত্যেককে বলেছেন,খাওয়ার দায়িত্ব উনার। তাই খাওয়া এবং থাকা নিয়ে প্রত্যেককে ৪০০ ইউরো করে দিতে হবে বলেছেন।
এখন আমার প্রশ্ন হল,উনি যে সবাইকে বলেছেন খাওয়ার দায়িত্ব উনার। কিন্ত বিষয়টি উনি তাদেরকে বুঝিয়ে বলেননি যে,বাবুর্চী শুধু দুপুর আর রাতের খাবার সবার জন্য রান্না করবে,কিন্ত সকালের নাস্তা সবাই নিজ দায়িত্বে খেতে হবে,উনি শুধু দুই বেলা খাওয়াবেন,এমন কথা তাদেরকে বুঝিয়ে বলেননি।
এখন এভাবে না বুঝিয়ে বলার কারনে,তারা যদি মনে করে তিন বেলাই খাবার খাওয়ানোর কথা বলেছে,এ হিসেবে তারা যদি বাসায় উঠে এবং ৪০০ ইউরো করে মাসের শুরুতে বেতন দিয়ে থাকে,তাহলে কি এই বেতন নেওয়া কি জায়েজ হয়েছে? তাছাড়া তারা তো যেদিন বাসায় উঠেছে ,সেদিন থেকেই বিষয়টি বুঝতে পেরেছে ,দুই বেলা খাবার খাওয়ানো হচ্ছে।দুইবেলা খাবার ও থাকার খরচ সহ তাদের থেকে ৪০০ ইউরো করে নেওয়া হচ্ছে।
এখন আমার স্বামী তাদেরকে বাসায় উঠানোর সময় শুরুতে খাওয়ার বিষয়টি স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে না বলার কারনে কি সামনের মাস গুলোতে থাকা ও খাওয়ার জন্য ৪০০ ইউরো করে নেওয়া জায়েজ হবে?