আস সালামু আলাইকুম,
আমি একজন সাইনাসের সমস্যার ভুক্তভুগি রোগী। আমি এসি, ফ্যান ইত্যাদির নিচে থাকতে পারি না। আমার বাসার আশে-পাশের সবগুলো মসজিদে এখন এসি যুক্ত করা আছে। তবে বারান্দায় এসি নেই। এমন অবস্থায় জামাতে সালাত আদায় আমার জন্যে কষ্ট দায়ক হয়ে উঠেছে। উল্লেখ্য যে, আমার ঠান্ডা লাগলে প্রচন্ড কাশি হয়, যা পরবর্তিতে ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন রোগের সৃষ্টি করে এবং সাধারণ আমি কাসি বা ঠান্ডায় আক্রান্ত হলে সুস্থ হতে ২ মাসের মতো সময়ও লেগে যায় তবে যদি ফ্যান-এসি-ধোলাবালি থেকে বেচে থেকে ঔশধ গ্রহণ করি তাহলে ২-৪ সপ্তাহে ঠিক হয়।
এখন আমি কিভাবে সালাত আদায় করবো? আমি কি জামাত থেকে ফারেগ হয়ে বারান্দায় সালাত আদায় করবো? নাকি বাসায় সালাত আদায় করবো? বাকি এসির নিচেই সালাত আদায় করবো?