আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ওস্তাদ আমি বিবাহিত। আমার বাবার বাসা আমাদের বাসা থেকে কসরের দুরত্বে। আমরা দুই ভাইবোন। তো আমার বাবার বাসায় আমার জন্য একটি কক্ষ খাস করে রাখা। খুব বেশি মেহমান একত্রে না আসলে এই কক্ষটি খালি থাকে। আর আমি মাঝেমধ্যে আসি তখন ঐ কক্ষে থাকি। তো আমি অল্প কয়েকদিনের জন্য আসলে কি বাবার বাসায় সালাত কসর পড়ব না পুরো সালাতই আদায় করব?