ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একজনের টাকা এবং অপরজনের শ্রম, এরকম ব্যবসাকে শরীয়তে মুদারাবাহ ব্যবসা বলা হয়। মুদারবাহ ব্যবসা বৈধ। তবে শর্ত হল, পার্সেন্টিস হিসেবে চুক্তি হতে হবে। এবং লোকসানেও সবাইকে শরীক হতে হবে।
পার্সেন্টিজ হিসেবে উভয় চুক্তিকারী নিজ নিজ হিসসায় যতটুকুর জন্য সম্মত হবে, তারা ততটুকুই মুনাফা পাবে। নির্দিষ্ট পরিমাণ টাকা বা বস্তুকে নির্দিষ্ট করা জায়েয হবে না।
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নে উল্লেখিত বিবরণমতে লাভ নির্দিষ্ট আকারে সীমাবদ্ধ বলেই মনে হচ্ছে। সুতরাং উপরোক্ত পদ্ধতির বিনিয়োগ জায়েয হবে না।
(২) লাভ কম বেশি যতই হোক, প্রথমেই তা পার্সেন্টিজ আকারে নির্ধারিত থাকতে হবে। পরবর্তীতে উভয়ের সম্মতিতে কমবেশ করা যাবে। ২য় ব্যক্তি নিজের মত ঠিক করে দিতে পারবে না।
(৩) লস হলে দুজনকেই বহন করতে হবে।