আসালামআলায়কুম,
আমি একজন বাবা ও পরিবারের বড় সন্তান,আমার ছোট বোনের স্বামীর চাকরি না থাকার কারণে তাদের পরিবার আমার উপর আর্থিকভাবে নির্ভরশীল,কিন্ত সম্প্রতি আমি জানতে পারি, আমার ছোট মেয়ে (বর্তমানে বয়স ১৩ বছর ) কয়েক বছর আগে, আমার সেই ছোট বোনেরস্বামীর হাতে sexually abused হয়েছে,এমতাবস্থায়, আমি এখনো এ নিয়ে কোনো প্রকার পদক্ষেপ নি নাই, এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আসছি,
(আমার সাহায্য ছাড়া তারা আর্থিক সংকটে পড়বে)
তার স্বামীর সাথে এখনো আমার সম্পর্ক স্বাভাবিক,
তাদের এ সাহায্য দেয়ার কারণে আমি কি গুনাগার হবো?
আমার পরিবারে এ নিয়ে অশান্তি চলছে, এর সমাধান কি?
আমার মেয়ের ব্যাপারে আমার কি করনীয়?