ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১.নফল ইতিকাফে বসতে হলে সেক্ষেত্রে বাবার পারমিশন নিতে হবে না। বাবাকে না জানিয়ে ইতিকাফে বসতে পারবেন। তবে বিবাহিত নারীগণ স্বামীর অনুমতি নিয়েই ইতিকাফ করবেন।
২.ইতিকাফের রুমে জামা চেঞ্জ করতে পারবেন।
৩.কোনো সমস্যা বা বিপদাপদ হলেও নির্দিষ্ট রুমের বাহিরে বের হতে পারবেন না।
৪.জায়নামাজের স্থানেই সবসময় থাকতে হবে। তবে আপনি যদি সম্পূর্ণ রুমকে ইতিকাফের জন্য নির্ধারণ করেন, তথা নামাযের স্থান বানানোর জন্য পবিত্র করে বাহিরের লোকজন থেকে পৃথক করে দেন, তাহলে তখন রুমের সোফায় বা বিছানায় বসে কুরআন জিকির করতে পারবেন।
৫.ইতিকাফ স্থলে বসে মায়ের পা টিপে দিতে পারবেন বা মশারি খাটিয়ে দিতে পারবেন।
৬.১ দিনের নিয়তে বসলে পরের দিন মাগরিবের আজান দিলেই ইতিকাফ রুম থেকে বের হতে পারবেন। ইফতার করে নামাজ পড়ে বের হওয়ার জরুরী নয়।
৭.কোনো কারণে নফল ইবাদতের নিয়ত করে ইতেকাফ ভেংগে গেলে কাফফারা দিতে হবে না।
৮.রোজা হয়েছে। কাযা করতে হবে না।