আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (12 points)
আসসালামু আলাইকুম, গত ১৯ এ মার্চ আমার ৪ দিন বয়সি ছেলে বাবু মারা যায়।  ওর পরকালের জীবন নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল।
১। আমরা জানি নাবালক বাচ্চারা মরার পর জান্নাতবাসী হয়, আমি জানতে চাই আমার ছেলে জান্নাতে কেমন অবস্থায় আছে এখন?  ও কি যে বয়সে মারা গেছে ওরকম বয়সেরই আছে নাকি বড় হয়ে গেছে?  আমি একটা লেকচারে শুনেছি জান্নাতি শিশুরা নবি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খেলা করে। আরেকটাতে শুনেছি দুধের শিশুরা মারা গেলে জান্নাতে তাদের জন্য একজন দুধ মা থাকেন যিনি তাদের দুধ খাওয়ায়, এবন সারা আলাইহিসসালাম তাদেরকে লালন পালন করে বড় করতে থাকে। এক্ষেত্রে কোন মতটা সঠিক?
২। সামনে ঈদুল ফিতর আসছে, জান্নাতে কি ঈদ পালন করা হয়?
৩। আমার ছেলে কি তার বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে?
৪। আমরা মারা যাবার পর যদি জান্নাতে যাই তখন আমাদের ছেলেকে ফিরে পেলে তাকে কেমন অবস্থায় ফিরে পাবো, দুনিয়ার যেই বয়সে মৃত্যু হয়েছে ওই বয়সি হিসেবে পাবো নাকি তখন সে বড় হয়ে যাবে?

1 Answer

0 votes
by (632,880 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুমিনদের শিশু জান্নাতী পিতা-মাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন,
وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُم مِّنْ عَمَلِهِم مِّن شَيْءٍ ۚ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ
অর্থাৎ, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান-সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান-সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। (তুরঃ ২১)।

ঐ শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতা-মাতা দোযখ যাওয়ার হকদার হলে, মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বেহেশতে আনার চেষ্টা করবে।

নবী (ﷺ) বলেন, “সেই সত্তার শপথ; যার হাতে আমার প্রাণ আছে! গভচ্যুত (মৃত) শিশু তার নাভির নাড়ী ধরে নিজের মাতাকে বেহেস্তের দিকে টেনে নিয়ে যাবে---যদি ঐ মা (তার গর্ভপাত হওয়ার সময়) ঐ সওয়াবের আশা রাখে তবে।” (সহীহ ইবনে মাজাহ ১৩০৫নং)।

অন্য এক বর্ণনা অনুযায়ী, সে তার পিতা-মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। ( সিঃ সহীহাহ ৪৩২নং)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নাবালক অবস্থায় মারা গেলে সন্তান জান্নাতে যাবে।মৃত্যুর পর পরই তাদেরকে জান্নাতি রূহদের সাথেই বসবাসের সুযোগ করে দেয়া হয়।

(২)  জান্নাতে ঈদ থাকবে কি না? সেটা আল্লাহই ভালো জানেন।

(৩) জ্বী, নাবালক সন্তান তার বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে।

(৪) দুনিয়ার যেই বয়সে মৃত্যু হয়েছে, তাকে কতটুকু বযসে জান্নাতে দেয়া হবে, তা আল্লাহই ভালে জানেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...