আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
যদি ২ ভরি স্বর্ণ (আনুমানিক বাজার মূল্য ২,৮০,০০০ টাকা) থাকে সাথে ১,০০,০০০ টাকা থাকে (মোট ২,৮০,০০০+১,০,০০০০=৩,৮০,০০০ টাকা) তাহলে কি যাকাত দেওয়া ফরজ?
রূপার হিসাব করলে নিসাব পরিমাণ হয়েছে কিন্তু স্বর্ণের হিসাব করলে নিসাব পরিমাণ হয় নাই...
রূপার হিসাব করলে স্বর্ণ বাদে শুধু ১,০০,০০০ টাকায় নিসাব পরিমাণ হয়েছে।