আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in পবিত্রতা (Purity) by (106 points)
মুখের ভিতরে কামর লেগে একটু ছিলে যায়।কিন্তু কোনও রক্ত বের হয়নাই ।কয়েক ঘণ্টা পরে রোজা রাখা অবস্থায় মুখে রক্তের স্বাদ অনুভূত হয়।কিন্তু কয়েকবার অনেক সতর্কতার সাথে থুথু ফেলে পর্যবেক্ষণ করলেও রক্তের কোনো আলামত পাই নাই।এমন অবস্থায় এই মুখের লালা গিলে ফেললে কি রোজার কোনো সমস্যা হবে?

1 Answer

0 votes
by (70,170 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জবাব,

https://ifatwa.info/72472/  নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না।

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ

ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম ও ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন।

সুনান আত-তিরমিযী (১২৪/৭৭৯), ইরওয়া (৯৩২), যঈফ সুনান ইবনু মাজাহ (৩৭১), তাকরীজ হাক্বীকাতুস সিয়াম (পৃঃ ৬৭-৬৮)।

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ صَائِمٌ .

আবূ  মা‘মার  আবদুল্লাহ্  ইবন  আমর ........ ইবন  আববাস  (রাঃ)  হতে  বর্ণিত।  তিনি বলেনএকদা  রাসূলূল্লাহ্  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  রোযা থাকাবস্থায়  (স্বীয়  দেহে)  শিংগা  লাগিয়েছিলেন। (আবু দাউদ ২৩৬৪)

আরো জানুনঃ- https://ifatwa.info/14525/

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

প্রশ্নে উল্লেখিত ছুরতে জিহবা থেকে রক্ত বের হওয়ার দরুন তো রোযার সমস্যা হয়নি। তবে এখানে মূল বিষয় হলো সেই রক্ত গলায় চলে গিয়েছে কিনা? প্রশ্নের বিবরণ মতে আপনি এই রক্ত না গিলে ফেলার ব্যাপারে সতর্ক ছিলেন। সুতরাং আপনি যদি গলায় রক্তের স্বাদ অনুভব না করে থাকেন এবং কোন আলামতও না পেয়ে থাকেন , সেক্ষেত্রে রোযা ভেঙ্গে যায়নি। গলায় রক্তের স্বাদ অনুভব না করে থাকলে শুধু শুধু সন্দেহের ভিত্তিতে রোযা ভেঙ্গে যাবেনা।  আর যদি গলায় রক্তের স্বাদ অনুভব করে থাকেন,সেক্ষেত্রে রোযা ভেঙ্গে গিয়েছে। তবে বাকি দিন পানাহার থেকে বিরত থাকবেন। পরবর্তীতে এই রোযার শুধু কাজা আবশ্যক হবে। কাফফারা আবশ্যক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 51 views
0 votes
1 answer 1,071 views
...