ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমি আপনার ঐ বোনকে বিশেষ কয়েকটি নসিহত করবো-
(ক)
আপনার স্বামীর পরকিয়া সম্পর্কে অন্য কাউকে জানাবেন না।কেননা গোনাহে গোপন রাখা ওয়াজিব।তাই গোপন রাখার চেষ্টা করুন।
(খ)
পূর্ণ আগ্রহের সাথে তাকে সময় দিন।তাকে কখনো একা ছেড়ে দিবেন না।বরং সর্বদা তার সাথে লেগে থাকুন।তার সকল প্রকার পছন্দের জিনিষকে নিজের পছন্দ বানিয়ে তার সাথে সর্বদা থাকার চেষ্টা করুন।
(গ)
তার হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।
এসবের পরেও যদি কোনো প্রকার ফায়দা না হয় তথা যদি স্বামী পরকিয়া থেকে বিরত না থাকে, তাহলে এমতাবস্থায় স্ত্রীর সামনে দু'টি পথ থাকবে-
(এক)
হয়তো আপনি ঐ মহিলাকে বিয়ের কথা বলুন।
(দুই)
তালাক চাওয়ার পরও যদি তালাক না, তাহলে সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করুন। হ্যা, কোর্ট পর্যন্ত যেতে পারবেন তবে, আপনার জন্য কল্যাণকর হবে, ধর্য্যসহকারে পরিস্থিতির মুকাবেলা করা। এবং তার হেদায়তের জন্য দুআ করা ও অপেক্ষা করা।আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।