আসসালামু আলাইকুম
আমি একজন মেয়ে । আমি যে জায়নামাজে নামাজ পড়ছিলাম সেটার মাঝখানে একটু ভাঁজ থাকায় হাত বিছিয়ে সিজদাহ দেওয়ার সময় কুনুই মাটি থেকে একটি উপরে থাকে । মানে হাত আমি বিছিয়ে দেই যেভাবে সিজদাহ দিতে হয় কিন্তু জায়নামাজের মাঝে একটু ভাঁজ থাকায় হাত ওই জায়গাটায় পরে আর একটু উচু হয়ে থাকে ।
এই অবস্থায় আমার নামাজ কি হয়েছে ?