ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার কতটুকু স্বর্ণ ছিলো, সেটা আপনি উল্লেখ করেননি। যেহেতু আপনার বাবা মা যাকাত দিতেন, কাজেই বুঝা গেল, বিয়ের পূর্বেও আপনার উপর যাকাত ফরয ছিলো। এখনো যদি আপনার নিকট নেসাব পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে টাকার বর্ষ পূর্ণ হওয়া আবশ্যকীয় নয়। বরং আপনার নেসাব পরিমাণ স্বর্ণের বিক্রয়মূল্যর ২.৫% এবং নগদ টাকার ২.৫% যাকাত আপনাকে দিতে হবে।
আর যদি আপনার নেসাব পরিমাণ স্বর্ণ না থাকে, তাহলে টাকার বৎসর যখন পূর্ণ হবে, তখন যাকাত আপনাকে দিতে হবে।