আমি বিদেশে জমা দিছি এখন বেকার বাবা মা আমার খরচ চালায় বাবা খোটা দেয় । বাবার ব্যাবহার খুবই খারাপ আমার সাথে চাকরের আচরণ করে একটু থেকে একটু ভুল হলেই বেশি চিল্লা চিল্লি করে বাকি ভাইরা ইনকাম করে তাদের সাথে কি মধুর আচরণ করে । এখন কার মূল্যর কোটি টাকার উপরে আমাদের জমি ছিল সব বিক্রি করে দিছে আমাদের জন্য বাড়ির জায়গা ছাড়া কিছুই রাখেনা এটাও বিক্রি করে দেয় কিনা কি জানি । জমির কাগজ সংক্রান্ত কাজ করে কিছু কিছু মানুষ কে গুরায় ঠিক মত কাজ করে না মানুষ কথা শোনায় আমাকে।কিছুই তো দিয়ে জায়নি আবার আমাকে দিয়ে মিথ্যা বলে লোন তুলে বলে যে অল্প কয় দিনে দিয়ে দিবো কিন্তু সে অন্য জনকে দার দেয় যা আমি শুনলে উঠিয়ে দিতাম না।এখনো লোন পরিশোধ করেনি সুধ বারতেছে
১।আমি বিদেশে যাওয়ার জন্য দুলাভাইয়ের কাছে জমা দিছি ইউরোপ যাওয়ার জন্যন ২ বছর ধরে ঘুরতেছি এখন বাবা যেহেতু খোটা দেয় খারাপ আচরণ করে বোনকে উপরোক্ত কারনের কথা বলে ছোট দেশে যাওয়ার জন্য আপাকে বললে বাবা মার অবাধ্য সন্তান হবো কি গুনাহ হবে কি?
২।উপরোক্ত কারনে বাবার প্রতি কোনো মায়া মহব্বত নাই মনে মনে চাই মরেনা কেন। কোনো কাজের জন্য বললে বা চিল্লাচিল্লি করলে এমন রাগ উঠে মন চায় সায়েস্তা করে ফেলি শুধুমাত্র আল্লাহ পাক এর হুকুম যে মা বাবার অবাধ্য হওয়া যাবেনা এইজন্য করি না। তবে কাজের হুকুম করার চেষ্টা করি রাগারাগি করি না । এইজন্য কি আমার গোনাহ হবে কি?
৩।বাবার থেকে টাকা চুরি করে নিয়ে আমার এই লোন ছাড়া অন্য একটা লোন আছে সেটা পরিশোধ করা যাবে কি?
৪।বাবা যে খোটা দেয় মার কাছে রাগ হয়ে বলছিলাম খাওয়ায় আবার খোটা দেয় কিরতো আপাকে বলেন তারাতাড়ি বিদেশ পাঠাতে এতে করে কি বাবার অবাধ্য হব গোনাহ হবে কি?