আসসালামুআলাইকুম
বিয়ের মহরানা বাবদ কিছু স্বর্ণের গহনা এবং কিছু নগদ টাকা আছে, স্বর্ণের মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা, আর নগদ সাত হাজার টাকা আছে। তাহলে কি আমার যাকাত দিতে হবে? আমার হাসব্যান্ড জুমার খুতবায় ওয়াজের শুনেছে যে নগদ টাকা এবং যদি স্বর্ণের গহনা, তা যদি ৮৮ হাজার টাকার সমমান হয় তাহলে যাকাত দিতে হবে।