আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারাকাতুহ আমি যদি এমন কোনো কম্পানি তে কাজ করি,যারা জামা কাপড় এর বিজ্ঞাপন এর জন্য বেপর্দা মেয়েদের ছবি দেয়,তা থেকে আমার উপার্জন কি হালাল হবে,আমি ওই পেইজের মেসেজ এর রিপ্লাই করি,অর্ডার নেই,ওরা ওদের জামার বিজ্ঞাপন এর জন্য মেয়েদের জামা পড়িয়ে প্রচার করে,ফেইসবুক ওয়েবসাইট এ।ওরা নববর্ষের, ফাল্গুন এসব অফার দেয়+ ওই মালিক টা হিন্দু।আমি ঘরে বসেই কাজ টা করি,এটা কি হালাল হবে?পুরুষের সাথে আমার কোনো ইন্টারেকশন হয়না,মেয়েদের সাথেই কথা হয় শুধু।আমি কি কাজটা করবো?