হাদীস শরীফে এসেছেঃ-
عن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه و سلم قال : أكثروا ذكر الله عز و جل حتى يقال إنه مجنون(مسند عبد بن حميد، من مسند أبي سعيد الخدري، رقم الحديث-925
অনুবাদ-হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির কর যেন লোকেরা তোমাদের পাগল বলে। (মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৯২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৮১৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১১৬৫৩, শুয়াবুল ঈমান, হাদীস নং-৫২৩}
وكذا ابن حبان والحاكم وصححاه، (كشف الخفاء ومزيل الإلباس، رقم- 497
ইবনে হিব্বান রহঃ এবং হাকেম রহঃ হাদীসটিকে সহীহ বলেছেন। {কাশফুল খাফা, বর্ণনা নং-৪৯৭}
কেউ কেউ উক্ত হাদীসকে যঈফ বলেছেন। এর সনদে দার্রাজ নামে মুনকার বা অস্বীকৃত ও দুর্বল রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৫১৭)।
তবে এ হাদীসকে কোন গ্রহণযোগ্য মুহাদ্দিসই মওজু তথা জাল বা বানোয়াট বলে মন্তব্য করেননি।
হাদীসটির ব্যাখ্যা হল, সারাক্ষণ জিকিরে রত থাকা। যেমন আমরা কোন ব্যক্তি সারাদিন একই কথা বলতে দেখলে বলে থাকি, লোকটি কি পাগল হয়ে গেল নাকি সারাদিন একই কথা বলে যাচ্ছে?
এমনি সারাক্ষণ জিকিরে মত্ত থাকার জন্য বলা হয়েছে উক্ত হাদীসে।