আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
এমন ভাবে জিকির করো যাতে লোকে তোমায় পাগল বলে।
১।এই হাদিস কি ফজিলতের ক্ষেত্রে বলা যাবে?

২। আমি ঘরে তালিম করার পর দোয়া করতাম সম্মিলিত মুনাজাত। এখন পরিবারের সদস্যরা সওয়াবের নিয়তে আমার সাথে দোয়া করতো,। তাহলে কি এই বিদাতের গুনাহ আমার ওপর বার্তাবে? যেহেতু আমি তাদের কে সওয়াবের উদ্দেশ্যে দোয়া করতে নিষেধও করি নি?

1 Answer

0 votes
by (606,750 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
জ্বী,বলা যাবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

عن أبي سعيد الخدري عن رسول الله صلى الله عليه و سلم قال : أكثروا ذكر الله عز و جل حتى يقال إنه مجنون(مسند عبد بن حميد، من مسند أبي سعيد الخدري، رقم الحديث-925

অনুবাদ-হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির কর যেন লোকেরা তোমাদের পাগল বলে। (মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৯২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৮১৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১১৬৫৩, শুয়াবুল ঈমান, হাদীস নং-৫২৩}

وكذا ابن حبان والحاكم وصححاه، (كشف الخفاء ومزيل الإلباس، رقم- 497

ইবনে হিব্বান রহঃ এবং হাকেম রহঃ হাদীসটিকে সহীহ বলেছেন। {কাশফুল খাফা, বর্ণনা নং-৪৯৭}

কেউ কেউ উক্ত হাদীসকে যঈফ বলেছেন। এর সনদে দার্রাজ নামে মুনকার বা অস্বীকৃত ও দুর্বল রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৫১৭)।

তবে এ হাদীসকে কোন গ্রহণযোগ্য মুহাদ্দিসই মওজু তথা জাল বা বানোয়াট বলে মন্তব্য করেননি।


হাদীসটির ব্যাখ্যা হল, সারাক্ষণ জিকিরে রত থাকা। যেমন আমরা কোন ব্যক্তি সারাদিন একই কথা বলতে দেখলে বলে থাকি, লোকটি কি পাগল হয়ে গেল নাকি সারাদিন একই কথা বলে যাচ্ছে?

এমনি সারাক্ষণ জিকিরে মত্ত থাকার জন্য বলা হয়েছে উক্ত হাদীসে।
(কিছু তথ্য সংগৃহীত।)

আরো জানুনঃ- 

(০২)
আপনার গুনাহ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...