এতেকাফে বসার পর আমি দুই দিন একই স্বপ্ন বার বার দেখছি। আমি দেখেছি আমার এতেকাফ ভেঙে গেছে আমি রুম থেকে বের হয়ে গেছি আমার এতেকাফ ভেঙে গেছে বা আমি রুম খুজে পাচ্ছি না কোন রুমে এতেকাফে বসেছি, আর আমি কান্না করছি। বার বার ঘুম ভেঙে যায় আবার ঘুমালে বার বার আমি একই স্বপ্ন দেখছি,
আমি এতেকাফ ভাঙার মতো কিছু করি নি। এই স্বপ্নের মানে কি উস্তায যদি বলতেন।