আস্সালামু আলাইকুম হুজুর,
আমি ডিজিটাল প্রোডাক্ট সেলিং ব্যবসা শুরু করতে যাচ্ছি এবং কিছু বিষয় জানতে চাই:
১. যেকোনো প্ল্যাটফর্ম বা অ্যাপের সাবস্ক্রিপশন বিক্রি করা:
যেমন, আমি ChatGPT এর ১ মাসের প্রিমিয়াম ৫০০ টাকা দিয়ে কিনে ২০০ টাকা করে ৫ জনকে বিক্রি করি, এর মাধ্যমে আমার ৫০০ টাকা লাভ হবে। তাহলে, এটা কি হালাল হবে?
২. অনলাইনে ইবুক, এলিমেন্ট, ফটো, ভিডিও ইত্যাদি কিনে অসীমভাবে বিক্রি করা:
যেমন, আমি একজন থেকে ইবুক কিনে পরে সেটি একাধিক ব্যক্তিকে বিক্রি করি। তাহলে, এটা কি হালাল হবে?
দয়া করে আমাকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।