আগের প্রশ্নটা আবারও করছি এখানে,,প্লিজ কিছু জানাবেন।
আলাইকুম, আমি একজন নওমুসলিমা, হিন্দু পরিবার থেকে। আমার বয়স ১৮+ কলেজের শুরু তে একজন মুসলিম ছেলের সাথে হারাম সম্পর্ক হয়। সে আগে প্রেকটিসং ছিল, কিন্তু,,,নফস এর ধোকায়,,সে রিলেশন এ আসে। তো যদিও সম্পর্ক টা হারাম তার কাছ থেকে তরকাতরকি,,,,আর অনলাইন এ বিভিন্ন বিষয় সম্পর্কে যেনে বুঝে,,, আমি ইসলাম গ্রহণ করি। তারপর জানতে পারি রিলেশন হারাম।আগে জানতাম বাট বুঝতাম না হারাম হালাল। তারপর ইসলাম গ্রহণের কিছু দিন পর প্রায় ১/২ মাস,, পর,,, আমি তাকে জানাই রিলেশনশীপ এ থাকব না,,,হারাম এটা। সে কলেজের শুরু থেকেই আমায় বিয়ে করে নিতে চেয়েছিল কিন্তু এটা সম্ভব হয় নি। তারপর আমি এই কথ বলার পর,,,বিষয়টা আরও দ্রুত আগায়,তারপর আমরা বিয়ে করে নিই।আমার মাথায় তখন আসে নাই সে হারাম সম্পর্কে গেল তার তাকওয়া কতটুকু বা সে কতটুক ইসলামিক,,,আমিও তো ২ মাস ইসলাম গ্রহণ এর পর হারামে ছিলাম,এখানে আমার দুর্বলতা আর, হালাল রাখার উদ্দেশে,,, যেহেতু ভবিষ্যতে আমায় কারো অধিনে যেতেই হবে,,, আর তার প্রতি দুর্বলতা ছিল,, তাই বিয়ে করে নেই। তার পর সব ঠিকই থাকে। আমি আমার পড়াশোনা করছিলাম, কিন্তু প্রবলেম হয় স্কুল এ থাকাকালিন,, আমি আর একজন কে পছন্দ করতাম,,,ঐটা নিয়ে নানা ভাবে প্রশ্ন করতে থাকে,,,, বিয়ের আগেই সে এইটা জানতে পেরেছিল,,,আমি জানাই নি,,,নিজে জানতে পেরেছিল,,, তখন ও এটা নিয়ে জগড়া হত,,যেমন এখন ও স্কুল এর ঐ ছেলেকে পছন্দ কিনা,,, এসব,,,,বিয়ের পর ও এটা চলতে থকে,,বিয়ের আগে এটা হয়েছিল কারন আমি স্কুল এর ঐ ছেলেটার ফেইসবুক আইডি একাদিক বার সার্চ করেছি,,,এটা জানতে পেরেছিল। কারন তখন এগুলা সাভাবিক ছিল আমার কাছে। আমি মুসলিম হওয়ার পর এমন কিছু করি নি বিয়ের পর ও করি মি,,,আগের গুলা নিয়েই সন্দেহ বসত জগড়া,,,আমরা একই ক্লাস এ তো বিয়ের পর ও বলত আমি নাকি৷ ক্লাস এ কোন কোন ছেলের দিকে তাকাই আছি আসলে আমি তাকাই নাই,,,এই নিয়ে জগড়া,,পর্দা নিয়ে জগড়া,,,,,প্রথৃ প্রথম এগুলা খুব বুঝতাম না,, তাই মানতাম না,,,,,, এর পর তার ক্যানসার ধরা পরে,, একাই সব করে মেডিসিন থেকে শুরু করে সব,,,ওর বাড়িতে জানায় নাই,,আমি আমার তরফ থেকে মেন্টার সাপোর্টের চেষ্টা করেছিলাম,, এখন সে সুস্থ আলহামদুলিল্লাহ। এটা নিয়াও তখন ভুল বুঝতো আমায়,,,আমার একাডেমি খারাপ রেজাল্ট হচ্ছিল,,, বাড়ি থেকে জানতে পারে আমি রিলেশনে,,বিয়ের কথা জানে না বা মুসলিম হয়েছি তা ও জানে না,ভবে রিলেশন এ আছি,,,আার ও প্রেসার,,,,,, পড়াশুনা তে এত গেপ,,, এ শেষ ই করতে পারতেছিলাম না।।মা বাবাও চিন্তা তে পড়ে যায়,,,ওদের বিশ্বাস হারাই ফেলি।এর পর আমাদের মাঝে কিছু অন্যরকম কথাবার্তা হতে থাকে,,, বিয়ের আগে ও এমন কথা হতো,,, ফিজিক্যাল বিষয়াদি,,,,,,শুধু কথা বার্তা ই,,,,,। তখন সমস্যা বুঝি নি৷ এখন বিয়ের ১.৫ বছর,, ইসলাম গ্রহনের ১.৭/১.৮ বছর,,,,,এই গুলা নিয়ে এখনও আমি ভুগছি,,তওবা করেছি,,,বারবার,,,,আমি আল্লাহর আরো কাছাকাছি যাইতে পারতাম, কিন্তু অন্য বিষয় চলে আাসায়,,,ভুল বুঝাবুঝির জন্য সঠিক গাইডলাইন না পাওয়ায়,,আমি ততটা কাছে যেতে পারি নি আল্লাহর। আগে হোস্টেল থাকতাম,,,,এখন বাসায় আছি,,নামাজ রোজা নিয়ে সমস্যা হয় অনেক এখন। দীন ও শিখতে পারি নাই তেমনভাবে। আমার স্বামী ও বয়স কম ২০ হবে কয়েকমাস পর ,, আমার ও কম। চাইলেই ওর বাসায় নিয়ে আমার দায়িত্ব নিতে পারছে না। কিন্তু ভুল বুঝাবুঝি গুলো চলছেই,,,,ফ্যাজিক্যাল বিষয়ে কথাও চলে আসে,,,আমার সম্মতিতেই কথাগুলো হয়,,মাঝে মাঝে আমিও চাই,,,কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে মাঝে মাঝে,,,সে চায় আমি তাকে সময় দেই,,,, আসলে আমি তো ফ্যামিলি প্যাসার,,, দীন পালন নিয়ে চিন্তা,, পর্দা নিয়ে,,বাড়ির মানুষ সন্দেহ করে আমায়, মুসলিম হয়ে গেলাম কিনা,,এত কিছু সামলিয়ে তাকে কম সময় দিলে সে ভাবে আমি তাকে অবহেলা করছি,,,,আমি আল্লাহর কাছাকাছি হইতে পারি নাই আজ ও।।কুরান পড়া শিখি নাই,অতছ ১.৫ বছরের উপর হয়ে গেল,,,আমার অনেক কষ্ট হয়, আমার মনে হয় আমার স্বামী দীন পালনে আমার সাপোর্টিব না,,,সে শুধু দেখে পর্দা ঠিক কিনা, তাকে কোনোভাবে ধোকা না দিলেই হলো। আমি তার বাড়িতে থাকি না,,,আমার অসুবিধা গুলো বুঝতে চায় না,,,সে আমার থেকে পরিপুর্এন wife er treatment আসা করে,,নিজের ভুল বুঝে না,,আমি জানি না আমার কতটুকু ভুল,,এগুলো আমার মনে হয়। আমি ভেবেছিলাম ইসলাম শিখতে সে সহায়ক হবে,,আমার পথটা সহজের মাধ্যম হবে। কিন্তু সবকিছু আরও complex হয়ে যাচ্ছে। এখন পড়াশুনা, ইসলাম,,পরিবার,,,আমি কিভাবে দীন শিখব,,,আমি বাড়ির বড় মেয়ে,,মা বাবার দায়িত্ব নিব,ছোট ভাইটাকে প্রতিষ্ঠিত করব এটা তারা আসা করে আমার কাছে,,,যদিও বিশ্বাস ভেঙেছি ভেবে তারা কষ্ট পেয়েছে অনেক।,,,, আমি মাপ চাই নি মা বাবার কাছে,,কারন সব তো বলতে পারি না,,ইচ্ছে করে সব বলে দিয়ে মাদরাসায় চলে যাই,,কিন্তু হয়ে উঠে না। ,আজ আমি আমার স্বামীকে বলেছি " তোমার by born মুসলিম বিয়ে করা উচিত ছিল" বিচ্ছেদ এর কথাও উঠে বাট আমরা কেউই চাই না। আমি ইসলাম শিখতে চাই,,,আল্লাহর কাছাকাছি থাকতে চাই,,,সব গুনাহ মাফ করিয়ে,, ঈমান এর সাথে মারা যেতে চাই,,,এতটুক ই, আমি আর কিছু চাই না,,,এখন আমি কি করব, প্লিজ আমায় নসিহা করোন। আসসালামু আলাইকুম।