الســــــــــــــــــــلام عليكم و رحمة اللہ و بركاته
ধরুন, স্বামী এবং স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিবেন, মানে সারাজিবনের জন্য নিজের সন্তানের মতো করে বড় করবেন। একদম বাচ্চা থেকে তাহলে উস্তাজ আমার জানার বিষয় হচ্ছে , যদি ছেলে বাচ্চার দায়িত্ব নেওয়া হয় তাহলে কি সেই পালক ছেলে বালেগ হওয়ার পর যখন তার উপর শরিয়তের বিধান আসবে তখন, পালক মা কে কি সেই পালক ছেলের সামনে পর্দা করতে হবে, আর মেয়ের ক্ষেত্রে সে বালেগা হওয়ার পর কি তার পালক বাবার সামনে পর্দা করতে হবে!
যদি বাচ্চা কাল থেকে এনে সেই পালক মা তাকে দুধপান করান, তাহলে, আর যদি ধরুন দুধপান না করান বাচ্চা কাল থেকে নিজের সন্তানের মতো বড় করেছেন তাহলে।!?দুধপান করালে তো তার পালক মা তার দুধমা হয়ে যাবে, যতটুকু জানি, দুধমায়ের সামনে পর্দা করতে হয়না,যদি দুধপান না করানো হয় তাহলে সেক্ষেত্রে কি বিধান আসবে, দুধ পান কি করানো জরুরি!?