আসসালামু আলাইকুম।
উস্তাদ, সামনে আমার বিয়ে তাই শ্বশুর বাড়ি থেকে বার বার নাক ছিদ্র করার কথা বলছিলো। তাই আজ রোজা অবস্থায় হাসপাতালে গিয়ে নাক ছিদ্র করি, প্রথমে শুনেছিলাম নাক দিয়ে নাকি একদম হালকা রক্ত বের হবে, পরে দেখি রক্ত গড়িয়ে বের হয়েছে তা তুলা দিয়ে পরিস্কার করতে হয়েছে। খুব বেশি না হলেও অল্প বের হয়েছে। এখন কি আমার রোজা ভেঙ্গে গেছে? আর ভেঙ্গে গেলে কি কাফফারাও দিতে হবে?