১. ঈদের দিনে মেয়েরা কি ঘরে একা একা ৬ তাকবির দিয়ে ঈদের ২ রাকাত স্বলাত আদায় করতে পারবে?
২. একা স্বলাত আদায় না করা গেলে আঙ্গিনায় (খোলা যায়গায়) নারী ইমামের মাধ্যমে জামাতে স্বলাত পরতে পারবে কি না?
(যদি উপরোক্ত কোনটাই জায়েজ না হয়, সেক্ষেত্রে একজন নারী ঈদের দিনে সকালে ২ রাকাত নফল নামায পরতে পারবে কি না?)