আমি মূলত ২টি ব্যাটারী চালিত অটো রিক্সা বানাতে চাচ্ছি। এবং এই ২টি ব্যাটারী চালিত অটো রিক্সা ভাড়া দিয়ে আয় করতে চাচ্ছি, দৈনিক ভাড়া বাবদ আমি ৮০০ টাকা পাবো। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে ------
বাংলাদেশে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল বৈধ করেনি এবং পুরোপুরি অবৈধ ও করেনি। এখন যদি আমি দুটি অটো রিক্সা বানিয়ে ভাড়া দিই সে ক্ষেত্রে কি আমার দৈনিক ভাড়ার আয় হালাল হবে নাকি হারাম হবে?
এবং আমাদের এলাকায় বেশিরভাগ অটো রিক্সা ব্যবহার করে। পায়ের রিক্সা নাই তেমন একটা পাওয়া যায় না। পায়ের রিক্সা বানালে ভাড়া হবে না। তাই আমি অটো রিক্সা বানাতে চাচ্ছিলাম। এবং ২টি অটো রিক্সা ভাড়া দিয়ে আয় করতে চাচ্ছিলাম। আমার আয় কি হালাল হবে?