আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


১. সাদাকাতুল ফিতর ৫৩০৳ আমার সামর্থ্য অনুযায়ী দিতে পারবো।তবে আমি কি এই টাকা দিয়ে পোলাউ চাল, মাংস,সেমাই,চিনি কিনে দিতে পারবো?আমার পরিচিত এক অসহায় পরিবারে দিতে চাচ্ছি।


২. যদি ৫৩০ টাকার বেশি অর্থাৎ ৬০০/৬৫০ খরচ হয় তাহলেও কি ফিতরা আদায় হবে?


৩. আমার বাসা থেকে আযান স্পষ্ট শোনা যায় না।প্রথমটুকু অস্পষ্ট ভাবে শোনা যায়।আযান কখন শেষ হয় সেটা অনেক সময় বোঝাও যায় না।এমন ক্ষেত্রে যখন বুঝতে পারবো আযান শেষ হয়েছে তখনই কি দুআ পড়বো?আযান ও ইকামতের মাঝের দুআ পড়ার কথা বলেছি।


৪. আমার খালা অসুস্থ।উনাকে কেউ চিকিৎসার জন্য টাকা দিলে উনি চিকিৎসা করে+অপ্রয়োজনীয় খরচ ও করে।যেমন: উনাকে এখন অনেকে রমাদানে আর্থিক সাহায্য করতেছে।উনি সেই টাকার মধ্যে ৩০০০৳ দিয়ে খালাতো বোনদের জন্য জামা কিনেছে।অথচ এখন আবার ইনজেকশন দিতে সাহায্য দেয়া প্রয়োজন।এসব দেখে আমার ইচ্ছেই করে না সাহায্য করতে।কারণ টাকার অভাবে যখন থাকে তখন উনার অবস্থা দেখে কষ্ট হয় পরবর্তীতে এমন কর্মকাণ্ড দেখলে কষ্ট পাই।গাযাতে আমার ভাই বোনেরা কষ্ট পাচ্ছে।আমি যদি আত্নীয়দের সাদাকা দেয়ার থেকে গাযাতে সাদাকাহ দেই তাহলে কি উত্তম হবে?আত্নীয়দের হক আছে সেই ভয় কাজ করতেছে।

৫. আমার বাবা আমার জন্য ১১০৳ সাদাকাতুল ফিতরা দিয়ে দেয়।আমি নিষেধ করলেও শোনে না।আমি যেহেতু টিউশন করি তাই আমি নিজেরটা নিজে আদায় করতে চাই।আব্বু পরিবারের সবারটা দিবে + আমি আলাদা করে আমার টা দিবো তাহলে কি আমার সাদাকাতুল ফিতর আদায় হবে?

1 Answer

0 votes
by (604,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মুল্য দ্বারা ফিতরা আদায় করাও সুন্নাহ সম্মত।

‘‘ফিতরা’’ টাকা দ্বারা আদায় করলেও আদায় হয়ে যাবে। তার দলীল-

مصنف ابن أبي شيبة (2/ 398)
فِي إِعْطَاءِ الدَّرَاهِمِ فِي زَكَاةِ الْفِطْرِ
10371 – حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ: «أَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِي صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ»

অর্থ : হযরত যুহাইর (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ ইসহাক (রহ.) থেকে শুনেছি যে, তিনি বলেছেন, আমি সাহাবায়ে কেরাম (রা.) কে এই অবস্থায় পেয়েছি যে, তারা রমজানে সাদাকায়ে ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭১। এটির সনদ সম্পূর্ণ সহীহ তথা প্রমাণযোগ্য।

তেমনি ভাবে ইবনে আবী শায়বার মাঝে টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার ব্যাপারে রয়েছে হযরত হাসান বসরী (রহ.) এর আসার-

مصنف ابن أبي شيبة (2/ 398)
10370 – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تُعْطِيَ الدَّرَاهِمَ فِي صَدَقَةِ الْفِطْرِ»

অর্থ : হযরত হাসান বসরী (রহ.) বলেন, টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার দ্বারা কোন সমস্যা নেই। ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭০।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মূল্য দ্বারা ফিতরা আদায় করা যায়।
মূল্য দিয়ে ফিতরা আদায় করা উত্তম না মূল জিনিষ দ্বারা ফিতরা আদায় করা উত্তম? এ সম্পর্কে উলামায়ে কেরাম থেকে দু-রকম সিদ্ধান্ত আমরা দেখতে পাই।

সুতরাং আমরা এ সিদ্ধান্তেই পৌছতে সক্ষম হবো যে,মূল্য দ্বারা ফিতরা করলে সেটা আদায় হয়ে যাবে।হ্যা সময়-সুযোগ থাকলে মূল জিনিষ দ্বারাও দিয়ে দিতে পারবেন।উভয়টিই পারবেন।

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এই টাকা দিয়ে পোলাউ চাল, মাংস,সেমাই,চিনি কিনে সেই অসহায় পরিবারে দিতে পারবেন।
কোনো সমস্যা নেই।

(০২)
এতে কোনো সমস্যা নেই।

(০৩)
এমন ক্ষেত্রে যখন বুঝতে পারবেন যে আযান শেষ হয়েছে, তখন সেই দুআ পড়বেন।

(০৪)
আত্মীয়কে যাকাত দেয়া উত্তম।  এ সংক্রান্ত জানুনঃ- 

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি আপনার খালাকে যাকাত না দেন,অন্যত্রে যাকাত দেন,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।

আপনি আপনার যাকাতের টাকা দিয়ে আপনার খালার চিকিৎসা করাতে পারেন ওষুধ পত্র কিনে দিতে পারেন।

(০৫)
আদায় হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...