আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in সালাত(Prayer) by (10 points)
আমার দুইটি প্রশ্ন আছে।
১. সালাতুত তাসবীহ নামাজে যদি তাসবীহ পাঠে ভুল হয়, এবং তা নামাজ শেষ হওয়ার পর মনে আসে, সেক্ষেত্রে কি নামাজ আবার পড়তে হবে?

যেমন: বারবার যদি এমন ওয়াসওয়াসা আসে যে নামাজের মধ্যে "লা ইলাহা ইল্লাল্লাহু" এর বদলে "লা ইলাহা ইল্লাহু" পড়েছে কয়েকবার। সেক্ষেত্রে কি নামাজ আবার পড়া লাগবে? (একইদিনে দুইবার কি পড়া যায়?)


২. নিম্নোক্ত ব্যাক্তি কি যাকাতের হক্বদার হবে?

 উনার কেবল গ্রামে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বসতভিটা আছে, মাটির ভাঙাচোরা ঘরে থাকার মতো অবস্থাও নেই। গত বর্ষাতেও দেওয়াল পড়ে গেছে। অনেক আগে উনার বড় ভাই উনার নামে টাকা ঋণ নিয়েছিল ব্যাংক থেকে, যা বাড়তে বাড়তে প্রায় দেড় লাখ হয়ে গেছে, কিন্তু সেই ঋণ শোধ দেওয়ার মতো তার কোনো ইনকাম বা সম্পদ নেই।
ছোট্ট একটা চাকরি করে, যা দিয়ে কোনোরকমে সংসার টাও চলেনা।
তবে, উনার স্ত্রীর অল্পকিছু ব্যাক্তিগত সঞ্চয় আছে , কিন্তু সেইটাও ঋণ শোধ করা+ঘর করার জন্যে যথেষ্ট নয়। এবং, এইটা উনার স্ত্রীর ব্যাক্তিগত সম্পদ, উনার কোনো হস্তক্ষেপ নেই।

এখন, এই ব্যাক্তিকে কি যাকাত দেওয়া যাবে?

1 Answer

0 votes
by (632,190 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১) সালাতুত তাসবীহ নামাজে যদি তাসবীহ পাঠে ভুল হয়, এবং তা নামাজ শেষ হওয়ার পর মনে আসে, সেক্ষেত্রে নামাজকে আবার পড়া জরুরী নয়।  হ্যা, একদিনে একাধিকবার পড়া যাবে। এতে কোনো বিধিনিষেধ নাই।
সালাতুত তাসবিহ হাসান পর্যায়ের হাদীস দ্বারা প্রমাণিত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/14301

(২)
وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.
অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে বর্ণিত ঐ ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে যদি তার জরুরত ও হাজত থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ, এখনো একটু কনফিউশান লাগছে। 

বসতভিটার বিক্রয়মূল্য নিসাব পরিমান হলে কি তবে তাকে যাকাত দেওয়া যাবেনা তাকে?

বসতভিটা বাদে আর কিছু নেই। মানে, বসতভিটার জমি থাকলে কি সে যাকাতের হক্বদার নয়?

এইটা বিক্রি করলেও তো সে কোথাও থাকার জায়গা পাবেনা। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 304 views
...