আমার দুইটি প্রশ্ন আছে।
১. সালাতুত তাসবীহ নামাজে যদি তাসবীহ পাঠে ভুল হয়, এবং তা নামাজ শেষ হওয়ার পর মনে আসে, সেক্ষেত্রে কি নামাজ আবার পড়তে হবে?
যেমন: বারবার যদি এমন ওয়াসওয়াসা আসে যে নামাজের মধ্যে "লা ইলাহা ইল্লাল্লাহু" এর বদলে "লা ইলাহা ইল্লাহু" পড়েছে কয়েকবার। সেক্ষেত্রে কি নামাজ আবার পড়া লাগবে? (একইদিনে দুইবার কি পড়া যায়?)
২. নিম্নোক্ত ব্যাক্তি কি যাকাতের হক্বদার হবে?
উনার কেবল গ্রামে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বসতভিটা আছে, মাটির ভাঙাচোরা ঘরে থাকার মতো অবস্থাও নেই। গত বর্ষাতেও দেওয়াল পড়ে গেছে। অনেক আগে উনার বড় ভাই উনার নামে টাকা ঋণ নিয়েছিল ব্যাংক থেকে, যা বাড়তে বাড়তে প্রায় দেড় লাখ হয়ে গেছে, কিন্তু সেই ঋণ শোধ দেওয়ার মতো তার কোনো ইনকাম বা সম্পদ নেই।
ছোট্ট একটা চাকরি করে, যা দিয়ে কোনোরকমে সংসার টাও চলেনা।
তবে, উনার স্ত্রীর অল্পকিছু ব্যাক্তিগত সঞ্চয় আছে , কিন্তু সেইটাও ঋণ শোধ করা+ঘর করার জন্যে যথেষ্ট নয়। এবং, এইটা উনার স্ত্রীর ব্যাক্তিগত সম্পদ, উনার কোনো হস্তক্ষেপ নেই।
এখন, এই ব্যাক্তিকে কি যাকাত দেওয়া যাবে?