আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি আব্দুল আজিজ, আমি প্রবাসে থাকি, বিয়ের ১ মাস পর আমি আমার কর্মস্থলে ফিরে আসি, আর এখন বিয়ের ১ বছর ৭ মাস চলতেছে। এর ভিতরে আমার আর দেশে যাওয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত তর্কের কারণে আমার স্ত্রীকে আমি থামাতে না পারাই গত ৮/১০ মাস আগে আমি একবার আমার স্ত্রীকে স্পষ্ট ভাবে ১ তালাক দিয়ে ফেলি, তার কয়েকদিনের মধ্যে আবার ফিরিয়ে নিই।
আবার, গত ডিসেম্বরের ২৬ তারিখে আমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে আমার আমার সাথে ঝামেলা করে আমার স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাই। যাওয়ার আগেরদিন আমার স্ত্রীকে আমি বলি "কালকে যদি তুমি যাও তাহলে একেবারে চলে যাবা" "ডিভোর্স লেটার পাঠিয়ে দিব", এইখানে আমার নিয়তের ব্যাপারে আমি বিভ্রান্তের মধ্যে আছি (আমার স্পষ্ট মনে নেই যে আসলে আমি তালাকের নিয়তে কথাটা বলেছিলাম কি না)। আর সে ও বলতেছে সে আমার কাছ থেকে স্পষ্ট তালাকের ব্যাপারে তেমন কিছু শুনে নাই।
তবে, ২৬/১২/২৪ - ২৫/০২/২৫ এর মধ্যে আমি আমার পরিবারের আর তার পরিবারের কয়েকজনকে বলেছিলাম "সে আমার দায়িত্বের মধ্যে নাই আমাদের ২নম্বর তালাক হয়ে গিয়েছে" (সন্দেহের মধ্যে থাকায় আগে যা বলেছিলাম তার উপর বিত্তি করে এই কথাটা বলেছিলাম)। সে ২৫/০২/২৫এ আমাকে জিজ্ঞেস করলে তাকেও একি কথা বলি, আমি আমার নিয়তের ব্যপারে সচ্ছ না থাকাই, মনে মনে সন্দেহের ভিতরে থেকে কথাটা বলেছিলাম।
কিন্তু, কখনো চাইতাম না যে সম্পর্ক একবারে শেষ হয়ে যাক)
গত ০১/০৩/২৫ তারিখে আমার স্ত্রীর (২৬/১২/২৪ এর পর থেকে তৃতীয় বার) তৃতীয় হায়েজ শুরু হয়েছে, আর গত ০৪/০৩/২৫ আমি তাকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে (মেসেজে বলি) "২নং তালাকের ব্যাপারে আমি সন্দেহের মধ্যে আছি এরপরও যদি হয়ে থাকে আমি আপনাকে আবার গ্রহণ করছি"
(তখন পর্যন্ত সে মাসিক অবস্থা থেকে পবিত্র হয়নি)
উস্তাদ, যদি ২য় তালাক পতিত হয়ে থাকে, তাহলে এখন আমি থাকে ফিরিয়ে নেওয়াটা কি সঠিক হয়েছে । আর যদি না হয়ে থাকে তাহলে ফিরিয়ে নিতে পারব কিনা।
দয়া করে এবিষয়ে জানালে উপকৃত হব।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন