আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
52 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (12 points)
আসসালামু আলাইকুম,
আমি একটি মসজিদ কমিটির সদস্য। আমাদের মসজিদের বিল্ডিং এর কাজ শুরু হবে। টাকা কালেকশনের জন্য আমি কমিটির অন্যান্য সদস্যদের অনুরোধ করেছি যাতে তারা শুধুমাত্র হালাল টাকা গ্রহন করে। কিন্তু তারা হয়তো হালাল হারাম তেমন একটা বাছবিচার করবে না। সরকারি ব্যাংকে চাকরি করে এমন ব্যাক্তির কাছে থেকেও তারা দান গ্রহন করবে। এখন আমার করনিও কি?
আমি শুনেছি হারাম টাকা দিয়ে টয়লেট তৈরী করা যায়। এক্ষেত্রে মসজিদে দানকৃত হারাম টাকা দিয়ে দিয়ে কি মসজিদের টয়লেট তৈরী করা যাবে?

1 Answer

0 votes
by (632,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মসজিদ নির্মাণে হালাল টাকাই ব্যয় করতে হবে। মসজিদ নির্মাণে হারাম টাকা ব্যয় করা মাকরুহ। হারাম টাকা জনস্বার্থে ব্যবহার করতে হব অথবা সদকাহ করে দিতে হবে। হারাম টাকাকে মসজিদের টয়লেট নির্মাণে ব্যয় করাও জায়েয হবে না বরং মাকরুহ হবে। 
عن ابن عمر رضی اللہ عنہ عن النبی ﷺقال :"لا تقبل صلاۃ بغیر طھورولا صدقۃ من غلول "(سنن الترمذی ابواب الطھارۃ عن رسول اللہ ﷺج1ص53)

قال تاج الشریعۃ:اما لو انفق في ذالك مالا خبيثا و مالا سببه الخبيث و الطيب فيكره لان الله تعالى لا يقبل الا الطيب ، فيكره تلويث بيته بما لا يقبله (رد المحتار على الدر المختار ، كتاب الصلوة، با ب ما يفسد الصلاة و يكره فيها ج2 ص431)

لو مات رجل و كسبه من ثمن الباذق و الظلم او اخذ الرشوة تعود الورثة ولا ياخذون منه شيا وهو الاولى و يردونه على اربابه ان عرفوهم والا يتصدقو به ،لان سبیل  الكسب الخبيث التصدق اذا تعذر الرد (البحر الرائق كتاب الكراهية فصل في البيع ج8ص369)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...