আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
44 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম।

আমার হাসবেন্ড একটা টেক্সটাইল কম্পানিতে জব করে। সেখানে ছেলে মেয়ে সবাই কাজ করে। কিন্তু ওখানে বিভিন্ন সেক্টরে বিভক্ত। উনার সেক্টরে কোনো মেয়ে নেই। সব ছেলে। তার সেক্টর এমব্রয়ডারি এর। সেখানে বিভিন্ন লোগো ডিজাইন করা হয়। মাঝে মাঝে দেখা যায় কোনো লোগোতে প্রানী আছে। সে ডিজাইন করেনা। তার কাজ কত কাজ হচ্ছে কত ডেলিভারি যাচ্ছে এসব হিসাব রাখা। এখন আমার প্রশ্ন হলো এই যে প্রানীর ছবি থাকছে সেখানে জব করা কি জায়েজ?

অন্য যে সেক্টর গুলো আছে সেগুলোতে প্রিন্ট আছে, কাটিং আছে আরও অনেক। সেগুলোতেও হয়তো এমন প্রানীর ছবি থাকে। আমার জানা নেই। আবার তাদের সব পোশাক বিদেশে যায়। সেখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই পোশাক বানানো হয়। যা হয়তো ইসলাম সম্মত না। যেমন মেয়েদের পোশাক ছেলেদের মতই।
তাহলে এখানে জব করা কি জায়েজ?
by (2 points)
বেশিরভাগ লোগোতে সাধারনত খুব একটা চোখ মুখ নাক কান স্পষ্ট থাকেনা। একটা প্রানীর অবয়ব বুঝা যায় শুধু। 

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যিনি আল্লাহর যাবতীয় বিধি-বিধানকে যত্নসহকারে মেনে চলবেন, তিনিই প্রকৃত দ্বীনদার । যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায যত্নসহকারে জামাতের সাথে আদায় করে তিনিই প্রকৃত দ্বীনদার ।নজরের হেফাজত, হারাম হালাল মেন্টন করে চলা, নিজ পরিবারবর্গকে দ্বীনের দিকে ধাবিত রাখা। এসবই একজন দ্বীনদার পুরুষের বৈশিষ্ট।

চোখের পর্দা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
ﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْ ﺫَﻟِﻚَ ﺃَﺯْﻛَﻰ ﻟَﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﻳَﺼْﻨَﻌُﻮﻥَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
ﻭَﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻳَﻐْﻀُﻀْﻦَ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻦَّ ﻭَﻳَﺤْﻔَﻈْﻦَ ﻓُﺮُﻭﺟَﻬُﻦَّ
ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে।(সূরা নূর-৩০-৩১)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফ্রিমিক্সিং পরিবেশে চলাফেরা করা, নারী-পুরুষের অবাধ মেলামেশা এগুলো স্পষ্ট গোনাহের কাজ। তবে এজন্য নিজের ইনকাম হারাম হবে না। টেক্সটাইল উপার্জন করা যাবে। 

(৩);মেয়েদের পোশাক ছেলেদের মতই হলে, সেটাতে জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه

আমার প্রশ্নে আমি লোগোর ব্যাপারে বলেছিলাম। তার কোনো জবাব দেয়া হয়নি। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...