বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোন কোন জিনিষ দ্বারা সদকায়ে ফিতির আদায় করা যাবে?
وإنما تجب صدقة الفطر من أربعة أشياء من الحنطة والشعير والتمر والزبيب كذا في خزانة المفتين وشرح الطحاوي وهي نصف صاع من بر أو صاع من شعير أو تمر، ودقيق الحنطة والشعير وسويقهما مثلهما والخبز لا يجوز إلا باعتبار القيمة، وهو الأصح، وأما الزبيب فقد ذكر في الجامع الصغير نصف صاع عند أبي حنيفة - رحمه الله تعالى -؛ لأنه يؤكل بجميع أجزائه وروي عن أبي حنيفة - رحمه الله تعالى - صاع، وهو قولهما
চারটি জিনিষ দ্বারা সদকায়ে ফিতির আদায় করা যায়, (১)গম (২)যব (৩)খেজুর (৪)কিসমিস।
পরিমাণ-
গম হলে আধা সা'(=১.৬৫০গ্রাম)
যব বা খেজুর হলে এক সা'(=৩.৩০০গ্রাম) গম বা যবের সাতু হলে পূর্ণ গম বা যবের পরিমাপের মতই।
তবে রুটি হলে এক্ষেত্রে পরিমাপ গ্রহণযোগ্য হবে না বরং মূল্য হিসেবেই দিতে হবে।এটাই বিশুদ্ধ মত। কিসমিস সম্পর্কে ইমাম আবু হানিফা রাহ থেকে এক বর্ণনা মতে আধা সা',কেননা তাকে সমূলে একবারেই মূখে দিয়ে আহার করা হয়।এবং ভিন্ন এক বর্ণনায় এক সা'র উল্লেখ পাওয়া যায় যা সাহেবাইনের মত। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৯২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1811
১.৬৫০ গ্রাম আটার মূল্য যত হবে, সেই মূল্য দ্বারা যেই পরিমাণ চাউল বাজারে পাওয়া যাবে, সেই চাউল দ্বারা সদকায়ে ফিতির আদায় করা যাবে।
’’ وجواز ما لیس بمنصوص علیہ لا یکون إلا بالقیمۃ " (بدائع الصنائع : ۲/۷۳)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফিতরার সাথে অতিরিক্ত মাল দেয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না।